Samsung Smart Belt রাখবে স্বাস্থ্যের খবর

স্মার্টওয়াচের কথা কমবেশি আমরা সবাই শুনেছি। কিন্তু স্মার্ট বেল্টের কথা কি শুনেছেন? দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং পরিধানযোগ্য স্মার্ট বেল্ট বাজারে নিয়ে এসেছে। ‘স্মার্ট বেল্ট প্রো’ নামের এই বেল্ট দেখতে সাধারণ মনে হলেও শরীরের ভালো-মন্দের খোঁজ-খবর রাখতে সক্ষম।


এই স্মার্ট বেল্টে রয়েছে মাইক্রো-ইউএসবি চার্জিং পোর্ট। রয়েছে একাধিক সেন্সর। এই সেন্সর দিয়ে বেল্টটি শরীরের গতিবিধির উপর নজর রাখে। ব্যবহারকারী অতিরিক্ত খাবার গ্রহণ করেছে কি না, নিয়ম মতো হাঁটা হলো কি না, এমন নানা তথ্য দিয়ে সর্তক করবে এই বেল্ট।

স্মার্ট বেল্টের অ্যাপস থেকে নিজেকে ফিট থাকার দৈনিক রুটিনও প্রস্তুত করা যাবে। তথ্য অনুযারী, এতে রয়েছে ৯০ এমএএইচ ব্যাটারি, যা সর্বোচ্চ ২০ দিনের ব্যাকআপ দিতে সক্ষম।

স্যামসাংয়ের এই স্মার্ট বেল্টটি কিনতে আপনাকে খরচ করতে হবে ৯৯ থেকে ১৭৯ মার্কিন ডলার পর্যন্ত অর্থ। 

Post a Comment (0)
Previous Post Next Post